নাটোরের বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সাময়িক বহিষ্কার।

 প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ১১:১৮ অপরাহ্ন   |   জাতীয়


নাটোর প্রতিনিধিঃ

 নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩নং জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেন কে সাময়িক বহিষ্কার করেছে ইউনিয়ন আওয়ামীলীগ।


বৃহস্পতিবার সকালে বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুস সোবাহান হারেজ এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।


প্রেস বিজ্ঞপ্তিতে সভাপতি-সম্পাদক জানান- ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেন এর নামে গত বুধবার চাটমোহর থানায় হরিপুর ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুর রহিমের স্ত্রী সুমি খাতুন বাদী হয়ে শ্লীলতাহানির মামলা দায়ের করেন। মামলা দায়ের করলে চাটমোহর থানা পুলিশ তাকে আটক করে। আটকের পরে তাকে জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কার করে সংগঠনটি।

জাতীয় এর আরও খবর: