গাংনীতে ৫০ পিস ইয়াবাসহ আটক -১।

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ৫০ পিস ইয়াবাসহ মামুন আলি মাসুদ ( ২২ ) কে আটক করেছে গাংনী থানা পুলিশ । আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে তাদের আটক করে । আটককৃত মামুন আলি মাসুদ উপজেলার অলিনগর গ্রামের আতাহার আলী ছেলে । গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান , বামন্দী পশুর হাটে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এএসআই মইনুল ইসলাম ও এএসআই জামিরুল সঙ্গীয় ফোর্স নিয়ে ৫০ পিস ইয়াবাসহ মাসুমকে আটক করে । আটককৃত মাসুমের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন ।