গাংনীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত।

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০, ১২:৩২ পূর্বাহ্ন   |   জাতীয়


মেহেরপুর জেলা প্রতিনিধিঃ

 মেহেরপুরের গাংনী থানা পুলিশের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম, সিনিয়র এস আই হাবিবুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ধীরেন দাস, সাধারণ সম্পাদক সুশান্ত কুমার পাত্র। চলতি মাসের ২২ তারিখ থেকে শারদীয় পূজা উৎসব শুরু হতে যাচ্ছে। হিন্দু মতালম্বী সকলকে আইন-শৃঙ্খলা বিষয়ে সচেতন থেকে অবশ্য করণীয় ও বর্জনীয় বিষয়ে মেনে চলার পরামর্শ দেয়া হয়। চলতি বছর উপজেলায় মোট ২২টি পূজা মণ্ডপ অনুষ্ঠিত হচ্ছে। এ বছর করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, পূজা মণ্ডপে আরতী না করা, একই সাথে ২০ জনের বেশি পূজা মণ্ডপে অবস্থান না করাসহ বেশ কয়েকটি শর্ত মেনে পূজা উৎসব যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপিত হয় সে বিষয়টি গুরুত্ব দিয়ে গাংনী থানা পুলিশ প্রত্যেকটি পূজা মণ্ডপে পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছেন। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গাংনী থানা অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়। এ সময় উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় এর আরও খবর: