গাংনীর বামন্দিতে মসজিদের মাইকের ৫টি ইউনিট চুরি, ৩ চোর আটক।

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০, ১২:৩৭ পূর্বাহ্ন   |   জাতীয়


মেহেরপুর জেলা প্রতিনিধঃ

 মেহেরপুরের গাংনীর বামন্দিতে আহলে হাদিস মসজিদ মাইকের ৫টি ইউনিট চুরি হয়েছে। বুধবার দিবাগত রাতের কোনো এক সময় মাইকের এ ইউনিট গুলো চুরি হয়।

বামুন্দি বাজার এলাকা থেকে মসজিদের মাইকের ইউনিট চু্রির দায়ে ৩ জনকে আটক করেছে স্থানীয়রা। তাদের কাছ থেকে ৫টি মাইকের ইউনিট উদ্ধার করা হয়। জনতার হাতে আটককৃতরা হলো- নিশিপুর গ্রামের গোরস্থান পাড়ার মিনারুল ইসলামের ছেলে আকাশ (২১), একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে সৌখিন (২৩) ও বালিয়াঘাট গ্রামের মিনারুল ইসলাম এর ছেলে শাকিল (২৪)। সংবাদ পেয়ে বামন্দি পুলিশ ক্যাম্পের এএসআই ইলিয়াস হোসেন ও কনসটেবল আবু হানিফ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা ওই ৩ জনকে তাদের হাতে সোপর্দ করে। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

জাতীয় এর আরও খবর: