ধর্ষকদের শাস্তির দাবীতে কমলগঞ্জের মুন্সিবাজারে স্বপ্নের ঢেউ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের মানববন্ধন।

জায়েদ আহমেদ,স্টাফ রিপোর্টার মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের সামনে সারা দেশে ধর্ষণ এবং নারী নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্টিত হয়।
উক্ত মানববন্ধনে স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থা কমলগঞ্জ উপজেলা শাখা, সমাজকল্যাণ পরিষদ কমলগঞ্জ,সচেতন ছাত্র সমাজ মুন্সিবাজার, প্রতিবেশী সমাজকল্যাণ পরিষদ মুন্সিবাজার,সিদ্ধেশ্বরপুর ইসলামী সামাজিক সংঘ মুন্সিবাজার, ইসলামী সোসাইটি দেবীপুর মুন্সিবাজার, সহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয় এবং ধর্ষণকারীদের উপযুক্ত শাস্তি দাবী করেন।
উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং স্বপ্নের ঢেউ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্টাতা সভাপতি সৈয়দ শাহেদ আলী, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি জায়েদ আহমেদ,সহ সভাপতি সোয়েব আহমেদ, সাধারন সম্পাদক তোহেল আহমদ সহ সংগঠনের আরও অনেক সেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।
সমাজকল্যাণ পরিষদের পক্ষ হতে লুৎফুর রহমান জাকারিয়া সহ প্রতিটি সংগঠনের সভাপতি সাধারন সম্পাদক বক্তব্য রাখেন এবং নিন্দা জানান। উক্ত মানববন্ধনে ছাত্রলীগ ও বঙ্গবন্ধু প্রজন্মলীগের নেতৃবৃন্দ সহ সর্বস্থরের জনসাধারন উপস্থিত ছিলেন।