ঝিনাইদহ ৫০০ বোতল ফেন্সিডিল সহ আটক - ২।

খোন্দকার আব্দুল্লাহ বাশার ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি মোঃ আনোয়ার হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ পুলিশ সুপার জনাব মোঃ মুনতাসিরুল ইসলাম এর দিকনির্দেশনা ডিবি পুলিশের এস আই মোঃ আব্দুল আলিম এস আই মোঃ সেলিম রেজা সহ একটি চৌকস দল অভিযান চালিয়ে ০৮ অক্টোবর বৃহস্পতিবার মহেশপুর থানাধীন কৃষ্ণপুর ও বেতবড়িয়া থেকে অাসামী ১। মোঃ রমজান অালী,পিতা-মৃত মিজানুর রহমান, সাং-কৃষ্ণপুর (বদ্দিপুর) ২।মোঃ অারিফ হোসেন,পিতা- অয়ুব অালী,সাং-বেতবাড়িয়া,উভয় থানা- মহেশপুর,জেলা- ঝিনাইদহ কে ৫০০ (পাঁচশত) বোতল ফেন্সিডিল সহ আটক করে। উল্লেখ্য শীর্ষ মাদক ব্যবসায়ী রমজানের বিরুদ্ধে ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় ৭ এর অধিক মামলা রয়েছে।