মাদারীপুরে ইলিশ ধরা বন্ধে প্রেস ব্রিফিং।

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০, ০৩:২০ পূর্বাহ্ন   |   জাতীয়


থানা প্রতিনিধি মোহাম্মদ রিয়াজঃ

    আগামী ১৪  অক্টোবর ২০২০  থেকে ০৪ নভেম্বর   ২০২০ পর্যন্ত  মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে। এ  উপলক্ষে মাদারীপুর জেলায়  প্রচার প্রচারণার জন্য বৃহস্পতিবার

 (৮  অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং   অনুষ্ঠিত হয়েছে।

 মাদারীপুর জেলা প্রশাসন  ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  হয়।  জেলা প্রশাসক  ড.  রহিমা খাতুনের সভাপতিত্বে। 

এ সময় জেলা প্রশাসক ড.  রহিমা খাতুন বলেন, চলতি বছর ইলিশের প্রধান  প্রজনন মৌসুমে আগামী ১৪  অক্টোবর থেকে ০৪ নভেম্বর পর্যন্ত ২২  দিন ইলিশ প্রজনন মৌসুম ঘোষণা করেছে সরকার।  তিনি বলেন,  ইলিশ ধরা, আহরণ, বিক্রি  বিপনণ বন্ধ থাকবে, আমরা এ বিষয়ে কঠোর অবস্থানে নিয়েছি,  এবছর ভ্রাম্যমাণ আদালতের জরিমানা থেকেও  কঠোর  শাস্তি দেওয়া হবে,অারোও  তিনি আরো জানান, জেলেরা যাতে তাদের প্রনোদনা  সঠিকভাবে পেতে পারে তার সুব্যবস্থা নিশ্চিত করা হবে। 

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জাকির হোসেন বাচ্চু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিন, মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন, আরডিসি মাহবুবুল  হক, সহকারী কমিশনার রোকসানা ইয়াসমিনসহ প্রমূখ।এসময়  জেলা ও উপজেলায়  কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় এর আরও খবর: