বাঁকড়ার শিমুলিয়ায় শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ এর ৪৯ তম মৃত্যু বার্ষিক।

 প্রকাশ: ০৯ অক্টোবর ২০২০, ০৯:১৭ অপরাহ্ন   |   জাতীয়


আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ

 যশোরের ঝিকরগাছা উপজেলার ১১ নাম্বার বাঁকড়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা, আব্দুল হামিদ এর ৪৯ তম মৃত্যু  বার্ষিকী ও স্মরণ সভা শুক্রবার সকাল ১০ টার সময়, শিমুলিয়া এস, এম, পি, কে, মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে, ১১ নাম্বার বাঁকড়া ইউনিয়ন চেয়ারম্যান, নিছার আলীর সভাপতিত্বে ও যুবসমাজের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত হয়েছে।


১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ঝিকরগাছা উপজেলা মুজিব বাহিনীর উপপ্রধান শহীদ প্রকৌশলী আব্দুল হামিদ স্মরণে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দীন। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান,

ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লেয়াকত আলী।

হাজিরবাগ ইউনিয়নের যুবলীগ নেতা ও আগামী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জাকির হোসেন, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ রিপন বালা, বাঁকড়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় এর আরও খবর: