ফেনীর ফুলগাজীতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা সহ এক জন আটক।

সাখাওয়াত হোসেন(ফেনী)ঃ
ফেনীর ফুলগাজীর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ ইব্রাহিম প্রঃ স্বপন (৩২) নামে একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন ফুলগাজীর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ আলীর সহায়তায় সঙ্গীয় ফোর্স।
ফুলগাজী থানার ফেসবুক প্রেইজের সুত্রে এই খবর জানা যায়।ফুলগাজী থানার ফেসবুকে নিম্ন লিখা পাঠকের সুবিধায় দেওয়া হল----
ফেনী জেলার মাননীয় সুযোগ্য পুলিশ সুপার জনাব খোন্দকার নূরুন্নবী বিপিএম, পিপিএম মহোদয়ের বিশেষ দিক নির্দেশনায়.............
অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব আতাউর রহমান এর তত্ত্বাবধানে....................
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ কুতুব উদ্দিন এর নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ আলীর সহায়তায় সঙ্গীয় ফোর্স সহ ফুলগাজী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ ইব্রাহিম প্রঃ স্বপন (৩২), পিতা- মোঃ ইদ্রিস মিয়া, স্বামী/স্ত্রী- মৃত হালিমা খাতুন স্থায়ী : গ্রাম- কহুয়া (মজুমদার বাড়ি) , উপজেলা/থানা- পরশুরাম, জেলা-ফেনীকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।