মেহেরপুরের শেখ পাড়া ঈদগা মাঠের সংস্কার কাজের উদ্বোধন।

মোঃ সাইমুন ইসলাম, মেহেরপুরঃ
মেহেরপুর পৌর এলাকার শেখ পাড়া ঈদগা মাঠের মিনার কাতার এবং প্রাচীর নির্মাণ কাজ সহ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরের দিকে পৌর মেয়র ও মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন সংস্কার কাজের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয় এবং মাটিতে কোপ দিয়ে সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট ব্যক্তি আফসার আলী, ঈদগা কমিটির সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌর কাউন্সিলর শাকিল রাব্বি ইভান, ঈদগা কমিটির সভাপতি হীরক শেখ প্রমুখ।