মেহেরপুরে ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

 প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ০২:৩২ পূর্বাহ্ন   |   জাতীয়


মোঃ সাইমুন ইসলাম, মেহেরপুরঃ

 ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সুস্থ সমাজের কীট ধর্ষকদের বিরুদ্ধে গর্জে ওঠো বাংলাদেশ নোয়াখালীর বেগমগঞ্জের গৃহবধূকে পাশবিক নির্যাতন কারীদের অবিলম্বে গ্রেপ্তার ও সকল ধর্ষণের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলের দিকে মেহেরপুর কোট মোড় থেকে শুরু করে পৌরসভার সামনে এসে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইসলামী আন্দোলন মেহেরপুর জেলা শাখার সভাপতি খাদেমুল ইসলাম এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আবু বক্কর সিদ্দিক, সহ সহ সভাপতি আপছের আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজিবনগর উপজেলা সভাপতি মুফতি তরিকুল ইসলাম, গাংনী উপজেলা সভাপতি ফয়সাল আহাম্মেদ প্রমুখ। বিক্ষোভ মিছিল শেষে মেহেরপুর পৌরসভার সামনে সংক্ষিপ্ত আকারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

জাতীয় এর আরও খবর: