আশার আলো ব্লাড ডোনেশান সোসাইটি ১ম বর্ষপূর্তি উৎসব ও মিলনমেলা।

পুষ্পেন্দু মজুমদার, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
রক্ত দিন, জীবন বাঁচান,এই শ্লােগান নিয়ে অঙ্গীকারাবদ্ধ ‘আশার আলো ব্লাড ডোনার সোসাইটি প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
অনুষ্ঠানে নন্দিত স্বেচ্ছাসেবিরা উপস্হিত ছিলেন, আলোর বিচ্ছুরণ ছড়িয়ে সমাজ বদলের হাতিয়ার হিসেবে কাজ করছে প্রিয় স্বেচ্ছাসেবিগন।
উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-আশার আলো ব্লাড ডোনেসান সোসাইটি প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল শুক্কুর।
আশার আলো ব্লাড ডোনেশান সোসাইটি স্বেচ্ছাসেবি মোহাম্মদ আলাউদ্দিন সঞ্চালনায় সি আর বি উন্মুত্ত স্হানে শুক্রুবার ৯ অক্টোবর ২০২০ উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে
অনুষ্ঠানে বক্ত্যব প্রদান করেন, এডমিন -মোঃ আসিক, করিম,কো-এডমিনঃনুরুল আজম জিবন,কো–এডমিনঃআরমান ইরফান, কো-এডমিনঃ মোঃআব্দুর রহিম,সীতাকুণ্ড ব্লাড ডোনেট গ্রুপ, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফজলুল করিম
খাগরিয়া ব্লাড ব্যাংক,প্রতিষ্ঠাতা এডমিন মোহাম্মদ মোজাম্মেল এবং এডমিন রাশেদুল ইসলাম রাশেদ,
আকাশ রয়,মোহাম্মদ আজম,মোঃ আলাউদ্দীন, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ নুরুদ্দিন, মোহাম্মদ মনসুর,
ও রক্তিম ব্লাড ডোনার সোসাইটি এডমিন রকি দাশ।
সম্মাননা প্রদান করা হয়- সাতকানিয়া ব্লাড ব্যাংক, চট্টগ্রাম নবীন ব্লাড ডোনার সোসাইটি, ফেনী ব্লাড ফাইটার্স কে।।
আসন্ন দূর্গা পুজা উপলক্ষে সংগঠনের ভালো কাজের জন্য পুরষ্কৃত করা হয় আকাশ রায কে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ১ম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।