মেহেরপুরে আশরাফপুর শিশির মাঠে ১৩শ কলা গাছ কেটে তসরুপ।

মোঃ সাইমন ইসলাম মেহেরপুরঃ
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর শিশির মাঠে তিন বিঘা জমির কলাসহ গাছ কেটে তসরুপ করেছে প্রতিপক্ষরা। শুক্রবার দিবাগত রাতে এ তান্ডব চালানো হয়।
আশরাফুল আশরাপুর গ্রামের শাফায়াতের ছেলে। আশরাফুল জানান তিন বিঘা জমি লিজ নিয়ে সেখানে ১হাজার ৩শ কলার চারা রোপণ করেন, কিছুদিন পূর্ব থেকে কলার কাঁদি আসতে শুরু করে।
তিন বিঘা জমির ১হাজার ৩ শ কলার প্রায় সবগুলো কান্দী আসার পরপরই শুক্রবার দিবাগত রাতে কে বা কারা শত্রুতা করে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কলার কাঁদি কেটে ফেলে রেখে যায়।সকালে এ দৃশ্য দেখে কলার মালিক আশরাফুলসহ এলাকাবাসী কান্নায় ভেঙে পড়েন। এমন নারকীয় ঘটনা দেখে অনেক কৃষকই বিস্মিত হয়ে পড়েন আশরাফুল জানান প্রায় তিন লক্ষাধিক টাকার কলা কলা টাকার কলা কলা নষ্ট করা হয়েছে। ঘটনার পরপরই আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দেখে বিস্ময় প্রকাশ করেন।