১৫০ বোতল ফেন্সিডিল ও পিকআপ সহ আটক ১।

 প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ০৯:৫৭ অপরাহ্ন   |   জাতীয়


মনা বেনাপোল (যশোর)প্রতিনিধিঃ

 যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামের পাঁকা রাস্তার উপর থেকে বৃহস্পতিবার (৮ই অক্টোবর) ভোরে ১৫০ বোতল ফেন্সিডিল ও পিকআপ ভ্যান সহ সোহাগ হোসেন (২৬) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মাদক পাচারকারী সোহাগ হোসেন যশোর জেলার কোতয়ালী থানার ভায়না গ্রামের শেখ মনির হোসেনের পুত্র।


বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্র'র ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, পিকআপ ভ্যানে করে বিপুল পরিমাণ ফেন্সিডিল বসতপুর পাঁকা রাস্তা দিয়ে যশোরের দিকে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত গাড়ি ও ফেন্সিডিল সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

জাতীয় এর আরও খবর: