কোটালীপাড়ায় কৃষক লীগের বর্ধিত সভা : শীঘ্রই ইউনিয়ন কমিটি গঠন।

 প্রকাশ: ১০ অক্টোবর ২০২০, ১০:০৪ অপরাহ্ন   |   জাতীয়


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 আজ শনিবার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক লীগ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক মুন্সী এবাদুল ইসলামের

সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, জেলা কমিটির সভাপতি শেখ লুৎফর রহমান গঞ্জর, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কৃষক লীগ

কোটালীপাড়া উপজেলা শাখার সদস্য সচিব রতন মিত্র, যুগ্ম আহবায়ক অরুন মল্লিক বক্তব্য রাখেন।

উপজেলা কৃষক লীগের আহবায়ক মুন্সী এবাদুল ইসলাম বলেন, এই বর্ধিত সভায় ইউনিয়ন কমিটি গঠনের বিষয়ে সিন্ধান্ত গ্রহণ করা

হয়েছে। আমরা শীঘ্রই উপজেলার ১১টি ইউনিয়নে কৃষক লীগের কমিটি গঠন করবো।

জাতীয় এর আরও খবর: