বঙ্গবন্ধুর সমাধিতে ইবির নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরের শ্রদ্ধা।

 প্রকাশ: ১১ অক্টোবর ২০২০, ১২:৩২ অপরাহ্ন   |   জাতীয়


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর (অবঃ) ডঃ শেখ আব্দুস সালাম।



 

শনিবার দুপুরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান।


আরও পড়ুন


মেহজাবিনের ‘পার্টনার’

ফিরছেন আঁচল

আজ থেকে প্রেসিডেন্টস কাপ

এসময় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর কাজী আক্তার হোসেন, বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুল আরেফিন, আন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মোর্শেদুর রহমান, শাপলা ফোরামের সভাপতি প্রফেসর রেজওয়ানুল ইসলাম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় এর আরও খবর: