সিরাজগঞ্জে হয়রানী মুলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন।

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় ধর্ষণ চেষ্টা মামলার স্বাক্ষীদের নামে হয়রানী মুলক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১১ অক্টোবর) সকাল ১০ টায় সলঙ্গার হাটিকুমরুল রোড সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতাল কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঐ মামলার ১ নং আসামী ভুক্তভোগী আনিছুর রহমান। লিখিত বক্তব্যে তিনি জানান,সলঙ্গা থানার খারিজা ঘুঘাট গ্রামের নারীলোভী আব্দুল হান্নান ধর্ষণ চেষ্টা মামলার আসামী। যার সলঙ্গা থানার মামলা নং ৩৫/২৮৩,তারিখ-২৮/০৯/২০ ইং। উক্ত মামলাকে ধামাচাপা সহ ভিন্ন খাতে নিতে অভিযুক্ত আব্দুল হান্নানের বড় ভাই কাঠ ব্যবসায়ী আব্দুল মান্নান ঘটনার ৪ দিন পর ধর্ষণ চেষ্টা মামলার স্বাক্ষীদের নামে বেআইনী পথরোধ,ছিনতাই সহ মারধরের সাজানো,হয়রানী মুলক মামলা দায়ের করে। যার মামলা নং ০৩/২৮৭। তারিখ- ০১/১০/২০ ইং। শুধু তাই নয়, আসামী আব্দুল হান্নানকে কৌশলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি দেখিয়ে হাসপাতালের ডা: ফয়সাল আহমেদ টাকার লোভে মাথা কেটে গুরুতর জখমী বানিয়ে ভুয়া সার্টিফিকেট প্রদান করার তীব্র প্রতিবাদ জানান এবং ডাক্তার নামধারী ফয়সালের জালিয়াতী সার্টিফিকেট প্রদানের সুষ্ঠ তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী করেন ভুক্তভোগী পরিবার।