টুঙ্গিপড়ায় মোটরসাইকেল ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে নিহত ১।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপড়ায় টেম্পুর হেলপাল রেজাউল ইসলাম শেখ (১৭) নিহত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার গিমাডাঙ্গার বটতলা রোডে এই দুর্ঘটনা ঘটে।
টেম্পুর হেলপার রেজাউল গিমাডাঙ্গার মুন্সীচর গ্রামের তরিকুল ইসলাম শেখের ছেলে।
টুঙ্গিপড়া থানার ওসি এএফএম নাসিম জানান, উপজেলার বটতলা রোডে মোটরসাইকেল ও কাঁটা টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তখন স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এরপর চিকিৎসাধীন অবস্থায় হেলপার রেজাউল মারা যায়। আহত মোটরসাইকেল চালক মোঃ কালু মোল্লাকে (২৫) খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে স্থানানন্তর করা হয়।