ঝিনাইদহে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

 প্রকাশ: ১২ অক্টোবর ২০২০, ০৪:২৯ অপরাহ্ন   |   জাতীয়


খোন্দকার আব্দুল্লাহ বাশার ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

 ঝিনাইদহে শীর্ষ মাদক ব্যবসায়ী ইমরান হোসেন নামে ৮(আট) মামলার ওয়ারেন্ট ভুক্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। যার মামলা নং- জিআর,১৭৭/১৮। আসামী ইমরান হোসেন সদর উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে। রবিবার (১১ই অক্টোবর) আসামীর শশুর বাড়ী সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর আসামীর শশুর বাড়ী অবস্থান নিশ্চিত হয়ে, ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মিজানুর রহমান এর চৌকশ দিক নির্দেশনায় এসআই রফিকুল ইসলাম এর নেত্রীত্বে একটি বিশেষ টিম গঠনের মাধ্যমে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে পুলিশ সুত্র জানিয়েছেন।


এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন পালিয়ে থাকা ৮(আট) মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়েছে। কাল তাকে আদালতে পাঠানো হবে।

জাতীয় এর আরও খবর: