রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরি অটোমেশন কার্যক্রমের উদ্বোধন।

লিয়াকত হোসেন রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এর (দ্বিতীয় তলায়) কেন্দ্রীয় লাইব্রেরি অটোমেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ই জুন) কেন্দ্রীয় লাইব্রেরির কার্যক্রম উদ্বোধন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ।
এছাড়া আন্তর্জাতিক মানের ক্যাটালগিং সুবিধা সম্পন্ন ‘কোহা’নামের একটি সফটওয়্যার চালু করা হয়েছে। এর মাধ্যমে রুয়েট কেন্দ্রীয় লাইব্রেরি ‘ওপেন সোর্স ইন্টিগ্রেটেড লাইব্রেরী সিস্টেমের’ আওতায় আসলো।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুয়েট ভাইস-চ্যান্সেলর বলেন, বর্তমান প্রজন্ম কিছুটা লাইব্রেরি বিমুখ। তারা অনেক বেশি ডিজিটাল কনটেন্টের প্রতি আগ্রহী। তাদের এই অনীহা দূর করতে লাইব্রেরিকে অটোমেশনের বিকল্প নেই।
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র হচ্ছে একটি মানসম্পন্ন লাইব্রেরি। একে শিক্ষার্থী-শিক্ষকদের পদচারণায় সর্বদা প্রাণবন্ত রাখতে হবে। সে লক্ষ্যে আন্তর্জাতিক মান সম্পন্ন ‘কোহা’ সফটওয়্যার চালু করা হয়েছে। এই পদ্ধতিতে লাখ লাখ বই অনলাইন সার্ভারে রাখা সম্ভব হবে। আমরা শীঘ্রই রুয়েট লাইব্রেরিকে পরিপূর্ণভাবে অটোমেশনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এসময় আরোও উপস্থিত ছিলেন গবেষণা ও সম্প্রসারণের পরিচালক প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক ড. মোঃ আলী হোসেন, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক মোঃ মামুনুর রশীদ ও আবু সাঈদ, কেন্দ্রীয় লাইব্রেরীর লাইব্রেরিয়ান ( ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুল আলম প্রমুখ।