খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জাতীয় শ্রমিক লীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ০২:১৩ পূর্বাহ্ন   |   জাতীয়


মোঃ আরিফুল ইসলা মমাটিরাঙ্গা প্রতিনিধিঃ

 সোমবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ মাটিরাঙ্গা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস  চাকমা, 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম।


 এসময়  নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক ক্যাটে আনন্দ ভাগাভাগি করেন।  



মাটিরাঙ্গা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হারুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি হারুনুর রশিদ ফরাজী, জাতীয় শ্রমিক লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মোঃ বাবুল আহমেদ,মাটিরাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগ এর  সভাপতি মোঃ শাহাদাত হোসেন ও জাতীয় শ্রমিক লীগ মাটিরাঙ্গা পৌর শাখার সভাপতি আবুল কালাম আলম প্রমূখ। আলোচনা সভায় বক্তারা দেশব্যাপী নারী ধর্ষণের সাথে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ সময় পরিকল্পিতভাবে সরকারের বিরুদ্ধে চালানো যেকোনো ধরনের অপপ্রচার বন্ধে জাতীয় শ্রমিক সহ সকল নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান বক্তারা। 


দিবসটি উপলক্ষে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় এর আরও খবর: