শার্শায় তুচ্ছ ঘটনায় আসবাবপত্র ভাঙচুর, প্রাণনাশের হুমকি।

মনা বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ
যশোরের শার্শায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ির আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ করেছে উলাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়নাল হকের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে।
অভিযোগে জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১টার দিকে একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনা ঘটাকে কেন্দ্র করে শনিবার সকালে শার্শার বাগআঁচড়া ইউনিয়নের সামটা গ্রামের ইয়াকুব সরদারের বাড়িতে ভাঙচুর করে একদল সন্ত্রাসী বাহিনী। এ সময় বাঁধা দিতে গেলে বাড়ির মহিলাদের মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। জামতলা বাজারে দাঁড়িয়ে উলাশি ইউনিয়ন চেয়ারম্যান আয়নাল হক ইয়াকুব সরদারের পা কেটে নেওয়ার হুমকি দেয় বলে তিনি অভিযোগ করেন।
ইয়াকুব সরদার জানান, একটি ইজিবাইকের সাথে নাভারণের আব্দুল হাই বাবু নামে একজন মোটরসাইকেল চালকের মধ্যে দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল চালক ইজিবাইক চালককে বেধড়ক মারপিট করলে তাকে হার ধরে টেনে অন্য জায়গায় নিয়ে যেতে গেল আমাকেও মারধর করে। এরপর তিনি ফোন করে শার্শার কন্যাদাহ এলাকা থেকে আয়নাল চেয়ারম্যানের ছেলেসহ প্রায় ১০/১৫ জন লোক ডেকে নিয়ে আসেন। তারা আমার বাড়িতে প্রবেশ করে বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে। আয়নাল চেয়ারম্যানের উপস্থিতিতে তারা আমার বাড়িতে এ তাণ্ডব চালায়।
এ ব্যাপারে বাগআঁচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এ রকম একটি ঘটনা তিনি শুনেছেন। পরে বিস্তারিত জানাব।
উলাশি ইউপি চেয়ারম্যান আয়নাল হক বলেন, আমি নামাজে ছিলাম। আমি কেন তাদের হুমকি দেব। সেখানে ওই একটু সামান্য ঠেলাঠেলি হয়েছে। আমি সকলকে থামিয়ে বাড়ি নিয়ে এসেছি।
শার্শা থানার ওসি বদরুল আলম বলেন, জামতলা বাজারে সড়ক দুর্ঘটনা ঘটেছে এখবর শুনে সেখানে পুলিশ গিয়েছিল। পুলিশ চলে আসার পর একটি বাড়িতে ভাঙচুর হয়েছে শুনেছি। তবে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।