ফুলবাড়িতে নদীতে ডুবে যুবক নিখোঁজ ৬ পর লাশ উদ্ধার।

বাদশা আলী,ফুলবাড়ী -পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে ছোট যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে নদীর গভীরে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে সুমন হোসেন (২৪) নামের এক যুবকের। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের বেলতলী বালুর ঘাট এলাকায়।সোমবার সকাল ১০ টার দিকে মাছ ধরার উদ্দেশ্যে নদীতে জল ফেলে এক পাশ থেকে আরেক পাশে জালসহ পার হতে গিয়ে নদীর কিনারায় পৌঁছানোর আগেই পায়ে জাল পেঁচিয়ে নিচের দিকে তলিয়ে যেতে থাকে সুমন। এসময় নিজেকে বাঁচাতে চিৎকার করে সুমন। চিৎকারের আওয়াজ পেয়ে সুমনকে তলিয়ে যেতে দেখে আশেপাশের মাছ শিকারিরা উদ্ধারে এগিয়ে আসেন,ততক্ষনে পানির গভিরে তলিয়ে যায় সুমন।সুমন হোসেন ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের বিজিবি ক্যাম্প রাঙ্গামাটি ছোয়ানী গ্রামের মৃত সামছুল মুন্সীর ছেলে। মৃত্যু সুমন হোসেনের বড়ভাই মোঃ সুজন জানান,সুমন হোসেন পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন। দুই সপ্তাহ থেকে কোন কাজকর্ম না থাকায় গতকাল সোমবার সকাল ৯.৩০ মিনিটের দিকে কয়েকজন বন্ধুকে নিয়ে মাছ ধরতে ছোট যমুনা নদীর বেলতলী বালুর ঘাট এলাকায় যায়।মাছ ধরতে নদিতে জাল ফেলে নদী পার হতে গিয়ে জালে পা পেঁচিয়ে নদীতে তলিয়ে যায় সুমন।সেসময় আশেপাশের অন্যান মাছ শিকারিরা তাকে উদ্ধারে ব্যর্থ হলে,এক পর্যায়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেয়।খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে উদ্ধারে ব্যর্থ হলে রংপুর ডুবুরীদলকে খবর দেন। রংপুরের ডুবুরী দল বিকেল ৩.৪০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষনিক প্রস্তুতি নিয়ে উদ্ধার কাজ শুরু করেন, উদ্ধার কাজ শুরুর ৫-৭ মিনিটের মাথায় লাশের সন্ধান পায় ডুবুরিরা,পরে লাশটিকে উদ্ধার করে উপরে নিয়ে আসেন তারা।ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেন রানা বলেন,স্থানীয়ভাবে নদীর পানিতে নিখোঁজ সুমন হোসেনকে উদ্ধারের জন্য সাধ্যমতো চেষ্টা চালানো হয়েছে। কিন্তু ফুলবাড়ী ফায়ার স্টেশনে দক্ষ ডুবুরী দল না থাকায় রংপুরের ডুবুরীদলকে খবর দেওয়া হয়। তারা এসে বিকেল ৪.১৫ মিনিটের দিকে সুমনের মরদেহ গভীর পানির নীচ থেকে উদ্ধার করেন। এবিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলাম জানান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে তদন্তকারী কর্মকর্তাকে পাঠানো হয় পরে লাশ উদ্ধার হলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে তার স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।ঘটনার বিষয়ে শিবনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মামুনুর রহমান চৌধুরী বিপ্লব জানান এটি একটি মর্মান্তিক ঘটনা আমি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি,পাশাপাশি নদীতে মাছ শিকারিদের সতর্কতার সাথে মাছ শিকারের অনুরোধ জানাচ্ছি যাতে করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
এঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।