সিরাজগঞ্জে কলেজ ছাত্রী ধর্ষণ মামলার মুল আসামি গ্রেপ্তার।

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ০২:২৯ পূর্বাহ্ন   |   জাতীয়


সিররাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাসী এলাকার এক কলেজছাত্রী ধর্ষণ মামলার মুল আসামি রাজু (২৭) (২৭) কে সিরাজগঞ্জ কাঠের পুল হতে  গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী সিরাজগঞ্জ তেলকুপি নতুনপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।

রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, সিরাজগঞ্জ সরকারি ইসলামি কলেজের হিসাব বিজ্ঞান (সম্মান) বিভাগের ৩য় বর্ষের এক ছাত্রী কলেজে আসা-যাওয়ার পথে রাজুর সাথে পরিচয় সূত্রে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ গভীর প্রেমের সম্পর্কে প্রেমিক রাজুর কথায় ৩০ আগস্ট বিকেলে নওদা শালুয়া গ্রামের খালার বাড়িতে বেড়াতে যায়। একপর্যায়ে রাজু তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে।

অবশেষে এ ব্যাপারে প্রেমিকা বাদী হয়ে প্রেমিক রাজুসহ ২ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। বিজ্ঞ বিচারক মামলাটি সংশ্লিষ্ট থানায় রেকর্ড করার জন্য নির্দেশ দেন। 

পুলিশ রোববার ( ১১ অক্টোবর)  সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার কাঠেরপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার সোমবার জেলহাজতে প্রেরণ করে।

জাতীয় এর আরও খবর: