যশোরের ঝিকরগাছায় জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।

আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ
দুনিয়ার মজদুর এক হও এই স্লোগানকে সামনে রেখে, সোমবার বিকাল সাড়ে ৪টার সময়, যশোরের ঝিকরগাছায় জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক করতে ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে, স্থানীয় বাজারে আনান্দ ঘন পরিবেশের মাধ্যমে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা। জাতীয় শ্রমিকলীগের ঝিকরগাছা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সিদ্দীকের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মোঃ মাহাবুর হাসান বরি’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমানুল কাদির টুল্লু, জাতীয় শ্রমিকলীগের ঝিকরগাছা উপজেলা শাখার সহ সভাপতি সমীর চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সাদস্য আঃ আলিম, রবিউল ইসলাম, সাগর, বাবু, বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কসপ মালিক সমিতির সাধারণ সম্পাদক কবির হোসেন, সদস্য দাউদ হোসেন, হাফিজুর রহমান, যুব শ্রমিকলীগ ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক কামারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজান আলী, রবিউল ইসলাম, ফারুক হোসেন, ফরিদুল ইসলাম, মোস্তাক হোসেন প্রমুখ।