কাশিয়ানীতে মৎস্যচাষে উদ্যোক্তা সৃষ্টি ও দারিদ্র নিরশনে আলোচনা সভা।

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ১২:০৪ অপরাহ্ন   |   জাতীয়


গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলায় মৎস্য সেক্টরে উদ্যোক্তা উন্নয়ন সম্ভাবনা ও দারিদ্র বিমোচনের উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।

আজ সোমবার সকাল ১১টায় মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া সি আইজি প্রকল্প ও কাশিয়ানীর পোনা গ্রামের আর এ এস প্রযুক্তি মৎস্য প্রকল্প পরিদর্শন শেষে দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে কাশিয়ানী উপজেলা নিবার্হী অফিসার রথীন্দ্র নাথ রায়ের সভাপত্বিতে মৎস্য চাষে উদ্যোক্তা সৃষ্টি সভার কার্যক্রম শুরু হয়।

কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ (অপু)র আয়োজনে তিনি মৎস্য সেক্টরে উদ্যোক্তা সৃস্টির লক্ষ্যে সম্ভাবনাময় উন্নয়নে ১৭টি প্রকল্পের উপর স্ব-বিস্তারে বর্ণনা দিয়ে সভার কর্যক্রম শুরু করেন।

মৎস্যচাষে সম্ভাবনাময় উদ্যোক্তা সৃষ্টির এই সেমিনারে




 প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক  শাহিদা সুলতানা  । বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী,সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতিকুল ইসলাম,কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা মোঃ আজিজুর রহমান , উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর হিল্টু,আরো উপস্থিতি ছিলেন মুকসুদপুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ খায়রুর ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, কাশিয়ানী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান,মহেশপুরের আবুল কালাম আজাদ,মাহমুদপুরের মাসুদ রানা,ওড়াকান্দির বদরুল আলম বিটুলসহ সাংবাদিকবৃন্দ।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বক্তবে বলেন,আজকের এই নতুন উদ্যোক্তাদের সমন্বয়ে কাশিয়ানীকে মৎস্য সেক্টরের মডেল হিসাবে গোপালগঞ্জ তথা দেশের কাছে পরিচয় করিয়ে দিতে চাই উদ্যোক্তাদের কাছে এটাই আমার ভবিশ্বত চাওয়া । এ ছাড়াও তিনি তার বক্তবে উদ্যোক্তাদের বহুমুখি দিক নির্দেশনা দেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজিজুর রহমান তার বক্তবে বলেন শিক্ষিত যুবকদের জন্য মৎস্য চাষের এই সম্ভাবনাময় প্রকল্পগুলো নিঃস্বন্দেহে একটি জীবনমুখি উদ্যোগ । উদ্যোক্তা হয়ে কাজ করুন হতাসা দারিদ্রতা থাকবে না ।আপনারা হবেন স্ববলম্বি এক একটি পরিবার । অন্ধকার জগত মাদকের প্রতি থাকবে আপনাদের ঘৃনা।অনান্য বক্তারা মৎস্য ক্ষেত্রে সম্ভানাময় উন্ন্য়নের পর তাদের স্ব-স্ব উন্নয়নমুখি বক্তব্য পেশ করেন।কাশিয়ানী উপজেলায় মৎস্য সেক্টরে প্রধান উদ্যোক্তা রনি, উন্নয়নের দিক নির্দেশনায় থেকে একটি হ্যাচারী করার অভিমত জেলা প্রশাসের কাছে ব্যক্ত করেন।

জাতীয় এর আরও খবর: