রাজৈরে ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা।।

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ০৩:১৩ অপরাহ্ন   |   জাতীয়


 রাজৈর থানা প্রতিনিধি মোঃ রিয়াজঃ

 মাদারীপুরের রাজৈরে দেশব্যাপী ধর্ষণ, ব্যভিচার,   গুম, খুন ও দুর্নীতির সাথে জরিত  অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ধর্ষকদের মৃত্যুদন্ডের   দাবিতে  মনাববন্ধন ও  প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন  সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। 

 ( ১১ অক্টোবর )  রবিবার সকালে উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্যরা ধর্ষন ও ধর্ষকের মৃত্যুদন্ডের শাস্তির দাবী জানান। রাজৈরে বিভিন্ন স্তরের সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন, আমরা রাজৈর পৌরবাসী, ছাত্রকল্যাণ সংগঠন, ব্লাড ডোনারস এসোসিয়েশন ও প্রবাসী কল্যান সংগঠনের নেত্রবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাওঃ মুফতি মাহাম্মামুল্লাহ ফাহমি, মাওঃ রফিকুল ইসলাম, মাওঃ মাহমুদুল হাসান, ইমাম শাহরিয়ার, সাংবাদিক  অনাদি কুমার  মন্ডল ,  কমিশনার আব্দুল্লাহ আল রাজিব, শামীম মাতুব্বর,ফেরদৌস হোসাইন,  সবুজ আকন, জোবায়ের মোড়ল, রাজিব হোসেনসহ প্রমূখ। 

এসময় বক্তব্যরা ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড করার দাবী জানান।

জাতীয় এর আরও খবর: