সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ দিন ব্যাপী নৌকা বাইচ শুরু আজ।

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ ইতিহাসের স্মৃতি বিজড়িত সলঙ্গাকে মানুষের মাঝে জেগে তুলতে সিরাজগঞ্জের সলঙ্গার যুব সমাজের আয়োজনে আজ থেকে শুরু হতে যাচ্ছে ৫ দিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগীতা। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে শুরু হয়ে সপ্তাহের প্রতি মঙ্গলবার ও শনিবার হবে নৌকা বাইচ।এভাবে চলবে ৫ দিন। আয়োজক কমিটির সভাপতি আলহাজ্ব নুর হোসেন ভুলু জানান,করোনা আর বন্যায় সলঙ্গাবাসী কর্মহীন হয়ে পড়লেও আনন্দ,বিনোদন করতে সবাই আগ্রহী। তাই তো বিনোদনপ্রেমী লোকজনের অনুরোধে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গাঢ়ুদহ নদীতে নৌকা বাইচের আয়োজন করেছি। তিনি আরও বলেন, পুরস্কার হিসেবে মোটর সাইকেল,টিভি সহ আরও অনেক কিছু দিব বলে আমরা আশা করছি।আপনারা সবাই আমন্ত্রিত।