কাশিয়ানীতে দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলায় আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলায় আর্ন্তজাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম হল রুমে কাশিয়ানী উপজেলা নিবার্হী অফিসার
উপজেলা নিবার্হী অফিসার রথীন্দ্র নাথ রায় বক্তব্য দেন
উপজেলা নিবার্হী অফিসার রথীন্দ্র নাথ রায় বক্তব্য দেন
রথীন্দ্র নাথ রায়ের সভাপত্বিতে আর্ন্তজাতিক দূর্যোগ ঝুকি হ্র্রাসে সুশাসন নিশ্চিত করণে টেকসই উন্নয়নের পর আলোচন্ াসভা শুরু হয়।
আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমনে সুশাসন নিশ্চিত করণের পর আলোচনা শেষে প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এক বিশাল র্যালি নিয়ে জন সচেতনতার জন্য উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
উপজেলা প্রশাসন ( দুর্যোগ ব্যস্থাপনা বিভাগ )কাশিয়ানীর আয়োজনে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমনের আলোচনায় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিরান হোসেন মিয়া,সমাজসেবা কর্মকর্তা এম এম ওয়াহিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ অপু,জনস্বাস্থ্য কর্মকর্তা নাজমুল হাসান,সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বিপ্লব, স্থানীয় প্রশাসন কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান খান , মহেশপুরের আবুল কালাম আজাদ, উপজেলা প্রশাসনের অনান্য কর্মকর্তসহ সাংবাদিকবৃন্দ। উপস্থিতিতে বক্তাগণ দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির উপর বেশি গুরুত্ব দিয়ে তাদের স্ব-বক্তব্য তুলে ধরেন।
উপজেলা নিবার্হী অফিসার রথীন্দ্র নাথ রায় আজকের আলোচনা সভার সভাপতি বলেন, অরক্ষিত গ্যাসবহন,যত্রতত্র বালু উত্তোলন,বর্জপাত সহ দুর্যোগ থেকে রক্ষার জন্য সচেতনতাই মুল বিষয়। তাই আমরা আজকের এই আলোচনা এখানেই সিমাবদ্দতা না রেখে সবাই যেন প্রচার মুখি হই এটাই আমার কাম্য।