রাজশাহী দর্শনপাড়া ইউনিয়ন আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি কামরুল হাসান রাজ সেক্রেটারী শফিকুল।

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ০৯:১৪ অপরাহ্ন   |   জাতীয়


লিয়াকত রাজশাহী ব্যুরোঃ  রাজশাহী পবা উপজেলার ১নং দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলন গতকাল বেলা সাড়ে ৩টায় শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে আনুষ্ঠানিক ভাবে মুল সম্মেলন শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসান রাজ।

 প্রধান অতিথি হিসেবে পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন উপস্থিত থাকার কথা থাকলে ও পারিবারিক সমস্যার কারনে তিনি স্ব-শরীরে উপস্থিত হতে পারেননি। তবে তিনি ভিডিও কলের মাধ্যমে উপস্থিত জনগণ ও নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। সেইসাথে তার অসুস্থ স্ত্রীর জন্য  সকলের নিকট দোয়া প্রার্থনা করেন। 


সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজদা'র রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা চেয়ারম্যান মনসুর রহমান, পবা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ত্রাণ বিষয়ক সম্পাদক আবুল কাশেম ও কৃষি বিষয়ক সম্পাদক গুরুপদ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান। এছাড়াও পবা উপজেলা ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

সম্মেলনে বর্তমান সভাপতি দর্শনপাড়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসান রাজকে সভাপতি এবং শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়। সেই সাথে মোট পঁয়ষট্টি সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে পবা উপজেলা আওয়ামী লীগের নিকট জমা দেয়ার নির্দেশনা দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি। কমিটির সাথে এগার সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের নামের তালিকাও দিতে বলেন তিনি।


উক্ত সম্মেলন পূর্ণ রায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ কামরুল হাসান রাজ ও সাধারন সম্পাদক হিসাবে নতুন ভাবে নির্বাচিত হলেন সফিকুল ইসলাম (শান্ত)।

জাতীয় এর আরও খবর: