কমলগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত ১।

 প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ০৯:৪৮ অপরাহ্ন   |   জাতীয়


জায়েদ আহমেদ, স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার)ঃ

 মৌলভীবাজারের কমলগঞ্জের বৃন্দাবনপুরে (রাধাগোবিন্দপুর) জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় ফুরকান মিয়া (৪৬) আহত হয়েছেন। হামলার এ ঘটনায় সোমবার রাতে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে জানা যায়, বৃন্দাবনপুরে (রাধাগোবিন্দপুর) গ্রামের মকবুল মিয়ার পুত্র ফুরকান মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল একই এলাকার মোহিতুর রহমান ফারুকের পুত্র মাহবুব মিয়া ও সমছু মিয়ার ছেলে হুমায়ুন আহমেদ গংদের। এই বিরোধের জের ধরে গত শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় স্থানীয় রাজদীঘির বাজার থেকে বাড়ি ফেরার পথে তার বাড়ির পাশেই প্রতিপক্ষ মাহবুব মিয়া ও হুমায়ুন আহমদের নেতৃত্বে কতিপয় লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফুরকান মিয়ার উপর হামলা চালায়। এসময় তার হাল্লাচিৎকারে পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে হামলায় আহত ফুরকান মিয়াকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কিছু লোকজন বলেন ফুরকান মিয়ার উপর অনেক দিন থেকেই বিভিন্ন ভাবে নির্যাতন করে আসছে মোহিতুর রহমানের পরিবার। হামলার এ ঘটনায় হামলাকারী মাহবুব মিয়াকে প্রধান আসামী করে ৮ জনের নামে সোমবার রাতে কমলগঞ্জ থানায় অভিযোগ করেন আহত ফুকান মিয়া। তবে অভিযোগ অস্বীকার করে মাহবুব মিয়ার মা শাহ মমতাজ বেগম বলেন, ফুরকানের উপড় কে বা কারা হামলা করেছে আমরা জানিনা। আমার ছেলে সিলেটে চাকরি করে। এক প্রশ্নের জবাবে মমতাজ বেগম বলেন, ফুরকান ও তার পরিবারের ভয়ে আমার সিমানায় তার টেনে ইলেক্টিক আর্তিং দিয়ে রেখেছি। অভিযোগের সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, তদন্তপূর্বক দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

জাতীয় এর আরও খবর: