গাংনীতে পৌর ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত।

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ০১:৩২ পূর্বাহ্ন   |   জাতীয়


মেহেরপুর জেলা প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনীতে ধর্ষণ মামলা ও নারী নির্যাতনের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বিধান মন্ত্রীসভায় নীতিগত অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে পৌর ছাত্রলীগ।


মঙ্গলবার বিকেলে একটি আনন্দ মিছিল গাংনী বাসস্ট্যান্ড রেজাউল চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়। এ আনন্দ মিছিলের নেতৃত্ব দেন পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব। এ সময় জেলা ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক নুর এ আলম একিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন আহমেদ, সহ-সভাপতি আশিকুজামান পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন, উপ-দপ্তর সম্পাদক সজিব হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইন্টুরাজ, ছাত্রলীগ নেতা বিজন আহমেদ, পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জীবন আকবর, গাংনী পাইলট (মডেল) কলেজ ছাত্রলীগের সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক সাহাকুল ইসলাম নয়ন, ষোলটাকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান নাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় এর আরও খবর: