গাংনীতে ১০বোতল ফেনসিডিলসহ কুষ্টিয়ার বাপ্পি মিয়া আটক।

মেহেরপুর জেলা প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ১০ দশ বোতল ফেনসিডিলসহ কুষ্টিয়া পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড মজমপুর এলাকার বাপ্পি মিয়া (৩১) কে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার বিকেল সোয়া ৪ টার দিকে গাংনী উপজেলার কাজিপুর কলেজ গেটের সামনে থেকে ১০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃত বাপ্পি কুষ্টিয়া মজমপুর এলাকার ইসহাক আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, কাজীপুর কলেজ গেটের সামনে থেকে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই জসিম উদ্দিন ও এএসআই মাহতাব আলী অভিযান পরিচালনা করেন। অভিযানে কুষ্টিয়া মজমপুর এলাকার বাপ্পীকে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। বাপ্পির বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। আগামীকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।