শরীয়তপুর জাজিরায় তিন দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন।

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ১২:৩২ অপরাহ্ন   |   জাতীয়


মোঃ ফারুক হোসেনঃ শরীয়তপুর জাজিরায় কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায়, উপজেলা  কৃষি অফিসের আয়োজনে, উপজেলা পরিষদ চত্ত্বরে ৩ দিন ব্যাপি মেলার শুভ উদ্বোধন করেন শরীয়তপুর -১ আসনের সাংসদ মোঃ ইকবাল হোসেন (অপু)।  

গতকাল মঙ্গলবার সকাল র‍্যালি শেষে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এ উদ্বোধন করা হয়। এর পর তিনি ঘুরে ঘুরে স্থাপিত স্টল পরিদর্শন করেন। 

আলোচনা সভায় সাংসদ কৃষি বান্ধব সরকারের গৃহীত পদক্ষেপ উল্লেখ করে বর্তমান সময়ে কৃষি বিভাগের ভূয়সী প্রশংসা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জায়গা ব্যবহার নিশ্চিত করতে কৃষকসহ অন্যান্যদের নির্দেশনা দেন।

জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভূইয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন। এছাড়া ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাজিরা পৌর মেয়র মোঃ ইউনুছ বেপারি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেনু দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আকন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, জাজিরা উপজেলা আওয়ামীলীগ সভাপতি জি এম  নুরুল হক ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের  অফিসার, আওয়ামী লীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও কৃষক কৃষানীরা।  

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।

জাতীয় এর আরও খবর: