সিরাজগঞ্জের রায়গঞ্জে সাংবাদিক আশরাফ আলীর কলম উপহার অব্যাহত।

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সৈনিকের বন্দুকের গুলির চেয়ে সাংবাদিকের কলমের ধার অনেক বেশী। তাই তো তার পেশার মুল হাতিয়ার "কলম" উপহার দিয়েই চলেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক,জাতীয় দৈনিক আমাদের সময় ও সিরাজগঞ্জের বহুল প্রচারিত দৈনিক কলম সৈনিক পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফ আলী। ছাত্র বেলা থেকেই শখ ছিল বন্ধু বান্ধব বা গরীব দু:খীদের মাঝে সাধ্যমত সহযোগীতা করা। তারই ধারাবাহিকতায় সাংবাদিকতার জীবনে ১২ বছর ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে সামান্য উপঢৌকন হলেও কলম উপহার অব্যাহত রেখেছেন। একদিকে মানুষকে উপহার প্রদান অপরদিকে জনগণের মধ্যে উদীয়মান সাংবাদিকতার প্রচার। এ দুই মিলে সাংবাদিকতার জগতে তার সুনাম বয়েই চলেছে।