নেইমারের হ্যাটট্রিকে পেরুর বিপক্ষে ব্রাজিলের জয়।

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ০৩:৪৮ অপরাহ্ন   |   জাতীয়


স্টাফ রিপোর্টার আউয়াল ফকিরঃ

 আজ সকাল ছয়টায় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিল ও পেরু মুখোমুখি হয়। 

ব্রাজিল যেন পাত্তাই পাচ্ছিলো না পেরুর কাছে, প্রথমেই এক গোলে লিড নেয় পেরু।

অবশ্য গোলটি শোধ করতে বেশি সময় নেয় নি ব্রাজিল, ব্রাজিলের সুপারস্টার নেইমার পেনাল্টি থেকে গোল করে সমতা এনে দেয় দলকে।

দ্বিতীয়ার্ধে গিয়েও আবার লিড নেয় পেরু।

 ২-১ গোলে পিছিয়ে থাকে ব্রাজিল।

এবারও সেই চিত্র বেশিক্ষণ ধরে রাখতে পারেনি।

 রিচার্ডলিসন এর গোলে সমতায় আসে ব্রাজিল।

আবারো পেনাল্টি পায় ব্রাজিল, আবারো গোল করেন নেইমার।

এরপর জন্য পাত্রা পাচ্ছিল না পেরু, একে একে দুই টি লাল কার্ড খায় ও দুইটি হলুদ কার্ড পায় পেরু।

তখন দুর্বল পেরুকে পেয়ে আরো একটি গোল করেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ও তুলে নেন তার হ্যাটট্রিক


জাতীয় এর আরও খবর: