শরীয়তপুর জাজিরায় জমি সংক্রান্ত ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই স্থানে মারামারি, শিশুসহ চারজন আহত।

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ০৩:৫৭ অপরাহ্ন   |   জাতীয়


মোঃ ফারুক হোসেনঃ শরীয়তপুর জাজিরা পৌরসভার ৬ নং ওয়ার্ডের জামাল মাদবর কান্দি এলাকায় গত সোমবার সন্ধ্যায় জায়গা জমি সংক্রান্ত বিরোধে ১০ বছরের শিশুসহ তিন জন আহত হয়েছে। জানা যায় নিজেদের জায়গা জমি ভাগ বন্টনের বিরুধে আপন ছোট ভাই সবুজ (২৭) ও সৎ ভাই সেলিম (৩৫) তার অপর ভাই ইস্কান্দার মাদবর (৪৫) উপর হামলা চালায়। এ হামলায় ১০ বছরের শিশুসহ তিনজন আহত হয়ে জাজিরা উপজেলা হাসপাতাল কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

এলাকার স্থানীয় সাবেক কমিশনার হাসেম বেপারী বলেন, তাদের জায়গা জমি ভাগ বন্টন নিয়ে নিজেদের মধ্যে মারামারি হয়েছে এতে ইস্কান্দার মাদবর, তার স্ত্রী ও শিশু কন্যাসহ তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

স্থানীয় হাফিজুল ব্যাপারে বলেন, এ পর্যন্ত তাদের মধ্যে কয়েকবারই মারা মারির ঘটনা ঘটেছে। তারা কোনো সালিশ মানে না। এলাকার কাউকে মান্য করে না। এজন্য কোনো সমাধান করা যায় না।

আহত ইস্কান্দার মাদবর বলেন, জমিজমা সংক্রান্ত বিষয় আমার আপন ছোট ভাই সবুজ ও সৎ ভাই সেলিমসহ অন্যান্যরা দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা করে আহত করেছে। আমরা জাজিরা হাসপাতালে চিকিৎসাধীন আছি। এ বিষয়ে মামলা হয়েছে।

অপরদিকে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, একই উপজেলার ওই দিন সন্ধ্যায়ই বিলাশপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ল্ডের চেরাগআলী বেপারী কান্দি এলাকায়, রুবেল বেপারি (২৫) নামে এক ব্যক্তি প্রতিপক্ষের হামলার শিকার হয়ে জাজিরা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

মুলাই বেপারী কান্দি এলাকার সিমা আক্তার (২৮) বলেন, আমরা বর্তমান চেয়ারম্যান আবু তাহেরকে সমর্থক করি বলে, সাবেক চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর সমর্থিত, আবু তালেব সর্দার আমাদের হুমকি-ধমকি দিয়েছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে।

একই এলাকার রেশমা আক্তার বলেন, আমরা বর্তমান চেয়ারম্যানের সমর্থনক বলে, সাবেক চেয়ারম্যানের লোকজন আমাদের উপরে হামলা চালায়। 

আহত রুবেল ব্যাপারী বলেন, আমি স্থানীয় বাজার থেকে ফেরার পথে, সাবেক চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীর লোকজন আমার উপর হামলা করে আহত করেছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

তবে এলাকার যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জাতীয় এর আরও খবর: