রাজৈরে দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ সহনীয় বাসগৃহ পেলো ২৪ জন।

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ০৩:৫৮ অপরাহ্ন   |   জাতীয়


খানা প্রতিনিধিঃ মোহাম্মদ রিয়াজঃ

 মাদারীপুরের  রাজৈরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও প্রধানমন্ত্রী কর্তৃক ভার্চুয়াল মাধ্যমে দুর্যোগ সহনীয় বাসগৃহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে রাজৈর উপজেলা প্রশাসন,  দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের আয়োজনে  উপজেলার আছমত আলী খান মিলনায়তন এক আলোচনা সভায় ইউএনও মো আনিসুজ্জামানের সভাপতিত্বে আরোও  বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ প্রতিনিধি আ ফ ম ফুয়াদ, ভাইস চেয়ারম্যান  শেখ ফজলুল হক বাবুল, ভুমি কমিশনার রেজওয়ানা কবির,  পৌর মেয়র  শামীম নেওয়াজ, জেলা  ছাত্রলীগের সদস্য  সাংবাদিক  সুজন  হোসেন  রিফাত ,   প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাহবুব হোসেনসহ প্রমূখ। এসময় রাজৈর উপজেলায় ২৪ টি দুর্যোগ সহনীয় বাসগৃহের চাবী হস্তান্তর করা হয়।

জাতীয় এর আরও খবর: