মুজিব বর্ষ উপলক্ষে হা-ডু-ডু খেলার আয়োজন মোচনা ইউনিয়নে।

 প্রকাশ: ১৪ অক্টোবর ২০২০, ০৫:৪০ অপরাহ্ন   |   জাতীয়


প্রতিবেদকঃ টিপু সুলতান বিজয়ঃ

 জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে কলম ধরো জীবন গড়ো,মাদক ছেড়ে খেলা করো। এই শ্লোগানকে সামনে রেখে মোচনা ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,শ্রমিক লীগ ও কৃষক লীগের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বিশাল হা-ডু-ডু খেলা। এই খেলায় অংশগ্রহণ করবে দেশ সেরা হা-ডু-ডু খেলোয়াড়রা। বর্তমানে বিলুপ্ত প্রায় এই হা-ডু-ডু খেলা।একটা সময় গ্রাম বাংলায় খুব জনপ্রিয় খেলা ছিলো। 


ঐতিহ্যবাহী এই হা-ডু-ডু খেলাটি এলাকার মানুষ উপভোগ করবে। আগামী ১৬/১০/২০ তারিখে শুক্রবার  বেলা ৩টা থেকে শুরু হবে এই খেলা। প্রধান অতিথি হিসাবে আসবে রবিউল আলম শিকদার- সাধারণ সম্পাদক,মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি - জনাব এম এম মহিউদ্দিন আহম্মেদ (মুক্ত মুন্সি) যুগ্ম সাধারণ সম্পাদক, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ। 


 জনাব মোঃ দেলোয়ার হোসেন মোল্লা সাংগঠনিক সম্পাদক & মোচনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। জনাব ইঞ্জিনিয়ার তোফায়েল হোসেন। জনাব হিরু আলী মীর। জনাব মোঃ বতু শিকদার। বীর মুক্তিযুদ্ধা আবু বকর মৃধা।বীর মুক্তিযুদ্ধা আলী মিয়া।বীর মুক্তিযুদ্ধা হান্নান ফকির। জনাব শহীদুল ইসলাম মোল্লা। জনাব মোঃ দুলাল শিকদার। এছাড়া ও স্থানীয় আরো নেতাকর্মী উপস্থিত থাকবে।


সঞ্চালনায় থাকবে মিজানুর রহমান মিজান- সাধারণ সম্পাদক মোচনা ইউনিয়ন আওয়ামী লীগ। সভাপতিত্ব করবেন খন্দকার নাসির উদ্দীন, সভাপতি মোচন ইউনিয়ন আওয়ামী লীগ।  


খেলা পরিচালনায় থাকবে পাইকদিয়া একাত্তর লাইব্রেরি, তরুণ ক্লাব, মানবকল্যান সংঘ।

জাতীয় এর আরও খবর: