নাটোরে প্রধান ডাকঘরের নির্মাণ কাজের উদ্বোধন।

জাহিদ হাসান নাটোর প্রতিনিধিঃ
নাটোরে প্রধান ডাকঘরের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার শহরের কান্দিভিটা এলাকায় ডাক অধিদপ্তরের ভৌত অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৮ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ৬তলা ভিত বিশিষ্টি এই নির্মাণ কাজের উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ডেপুটি পোষ্টমাস্টার জেনারেল ওয়াহিদ উজ-জামান, নাটোর প্রধান ডাকঘরের পোষ্ট মাষ্টার সোহেলী সুলতানা, নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, বাংলাদেশ পোষ্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের রাজশাহী সার্কেল সংস্থার সভাপতি শহিদুল ইসলাম সিদ্দিকী, পোষ্ট অফিস পরিদর্শক মাহফুজুর রহমান প্রমুখ।