স্বপ্ন সিরাজগঞ্জ শাখার প্রতিষ্ঠাতা আশিক ইকবাল ২৭ বার স্বেচ্ছায় রক্ত দিলেন

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় অবস্থিত রক্তদান কর্মসুচীর একটি স্বেচ্ছাসেবী সংগঠন " স্বপ্ন সিরাজগঞ্জ" শাখার প্রতিষ্ঠাতা পরিচালক আশিক ইকবাল বাবু সমাজের অসহায়, মুমূর্ষ, সিজারিয়ান রোগীকে ২৭ বার স্বেচ্ছায় রক্ত দান করে মানবতার হাত বাড়িয়ে দিলেন। আজ
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সলঙ্গা থানা সদর কদম তলা "স্বপ্ন সিরাজগঞ্জ" শাখার অস্থায়ী কার্যালয়ে এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
তিনি জানান, ২০০২ সালে সিরাজগঞ্জ আভিসিনা হাসপাতালে এক ক্যান্সার রোগীর A+( পজেটিভ) রক্তের প্রয়োজনে রোগীর লোকজন,আত্মীয় স্বজনরা রক্ত জোগাড় করতে ব্যর্থ হওয়ার খবর শুনে তিনি স্বেচ্ছায় রক্ত দিয়ে মানবতার ফেরিওয়ালা হয়ে সেবা শুরু করেন। প্রতিষ্ঠাতা আশিক ইকবাল বাবু সাংবাদিকদের আরও বলেন, ২০১৪ সালে ঢাকা শিশু হাসপাতালে ক্যান্সার রোগে আক্রান্ত তার নিজ মেয়ের জরুরী রক্তের প্রয়োজনে ঘুরপাক খেয়ে হতাশ হয়। তাই তিনি ২০১৪ সালে "স্বপ্ন ঢাকা" র প্রধান শাখার প্রতিষ্ঠাতা সাহদীন সাবু ভাইয়ের পরামর্শ,সহযোগীতা ও ঐকান্তিক প্রচেষ্টায় ইচ্ছা পোষণ করে মানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান সংগঠন " স্বপ্ন সিরাজগঞ্জ" শাখা প্রতিষ্ঠিত করেন। প্রথমে ১১ জন সদস্য নিয়ে কার্যক্রম শুরু হয়। বর্তমান সদস্য সংখ্যা প্রায় দেড় হাজার। এ পর্যন্ত তিনি স্বেচ্ছায় ২৭ বার রক্ত দিয়ে মানবতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
রক্তদানের মতো মহৎ কাজে নিজেকে যুক্ত করতে পেরে তিনি কৃতজ্ঞবোধ সহ মহান সৃষ্টিকর্তার কাছে সুস্থ্যতা কামনা করেন। আল্লাহ যতদিন তৌফিক দান করবেন ততদিন তিনি নিঃস্বার্থ ভাবে রক্তদান করে যাবেন বলেও জানান। পরিশেষে তিনি সুস্থ্য মানুষকে রক্তদানের মত মহৎ কাজে অংশ নেয়ার জন্য সবাইকে আহ্বান জানান।