ঘোপাল ইউনিয়ন বি এন পি পক্ষ থেকে শিশু ও নারী ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন।

 প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ০১:১৬ পূর্বাহ্ন   |   জাতীয়


সাখাওয়াত হোসেন (ফেনী)ঃ

 ফেনী ১ আসনের সমন্বয়ক রফিকুল আলম মজনুর নির্দেশনায় দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে  ঘোপাল ইউনিয়ন বি এন পি,যুবদল,ছাত্রদলের  উদ্যোগে  ধারাবাহিক শিশু ও নারী ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০.৩০ ঘটিকার সময় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে  নতুন মুহুরি গঞ্জ বাজারে  দলীয় কার্যালয়ের সামনে এই মানব বন্ধন করেন স্থানীয় যুবদল,ছাত্রদল ও সেচ্ছাসেবক দল।এতে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম বাদশা(সদস্য ছাঃনাইয়া থানা বি এন পি),জহিরুল হক টিপু(আহবায়ক ঘোপাল ইউঃযুবদল),নাছীরুল আলম বাবু(যুগ্ন সাঃসঃ ফেনী জেলা যুবদল),এডভোকেট রবিউল হেসেন রবি,কামরুল মাস্টার,  আজিজুল হক,মাঈন উদ্দীন,নয়ন,নাজমুল,মাসুদ, জুয়েল, মীর হোসেন

  আলমগীর, ইব্রাহিম নয়ন,   ছাত্রদল নেতা দুলাল সহ যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

জাতীয় এর আরও খবর: