যশোর জেলায় শারদীয় দুর্গাপূজার উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত।

আব্দুল জব্বার, যশোর জেলা ব্যুরো প্রধানঃ
যশোরের পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ১৪-১০-২০২০ইং তারিখে বিকাল ৩,৩০ মিনিটের সময় শারদীয় দুর্গাপূজা-২০২০ উপলক্ষে যশোর পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদের সঙ্গে, জেলা পুলিশ যশোরের আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
আলোচনার সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। এসময় পুলিশ সুপার আসন্ন পূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন প্রকার দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
আরোও উপস্থিত ছিলেন, অসীম কুন্ডু, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ. যশোর জেলা শাখা, যোগেশ চন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, যশোর জেলা শাখা, যশোর সহ জেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দু।
এসময় আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিঃ পুলিশ সুপার, (অপরাধ), যশোর, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার, (জেলা বিশেষ শাখা), যশোর, মোঃ গোলাম রব্বানী শেখ, অতিঃ পুলিশ সুপার, ‘ক’ সার্কেল, যশোর, জামাল আল নাসের, অতিঃ পুলিশ সুপার, ‘খ’ সার্কেল, যশোর, মোহাম্মদ অপু সরোয়ার অতিঃ পুলিশ সুপার (সদর), যশোর, সোয়েব আহমেদ খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মনিরামপুর সার্কেল, জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাভারন সার্কেল, যশোর, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, আরআই পুলিশ লাইন্স, আরওআই রিজার্ভ অফিস, পুলিশ পরিদর্শক শহর ও যানবাহনসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তাগণ।