মাদারীপুরে সদর হাসপাতালের নতুন ভবন পূর্ণাঙ্গভাবে চালুর দাবিতে মানববন্ধন।

রাজৈর থানা প্রতিনিধি, মোঃ রিয়াজঃ
মাদারীপুরে সদর হাসাপাতালের নতুন ভবন (১৫০ শয্যা বিশিষ্ট) পুর্ণাঙ্গভাবে চালুর দাবীতে মানববন্ধন করেছে নিরাপদ চিকিৎসা চাই নামের একটি সামাজিক সংগঠন।
এসময় এ দাবীর সাথে একমত প্রকাশ করে মানববন্ধন অংশগ্রহণ করেন দুরন্ত মাদারীপুর, পাশে অাছি মাদারীপুর,ধ্রুবতারা পরিবারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।
(মঙ্গলবার ১৩ অক্টোবর) বিকেলে মাদারীপুরের শহীদ কানন চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন নিরাপদ চিকিৎসা চাই মাদারীপুর জেলা শাখার সভাপতি এ্যাডঃ মশিউর রহমান পারভেজ, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক সালাউদ্দিন এনিন, এস এম জাকির হোসেন ডাবলু , সাংবাদিক সুজন হোসেন রিফাত , শাওন করিম , বায়েজিদ মিয়া, রুমন মিয়া, সালাহ হোসেন মোল্লা, এনায়েত হোসেন নান্নু, সৌরভ কুন্ডুসহ প্রমূখ।
এসময় বক্তব্যরা মাদারীপুর সদর হাসপাতালের ১৫০ শয্যা বিশিষ্ট নতুন ভবন পূর্ণাঙ্গরুপে চালুর দাবি জানান এবং মাদারীপুরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠারও দাবী জানান।