মাটিরাঙ্গা উপজেলায় আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণ।

 প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০, ০৯:০২ অপরাহ্ন   |   জাতীয়


মোঃ আরিফুল ইসলাম মাটিরাঙ্গা প্রতিনিধিঃ


 শান্তি-শৃঙ্খলা, উন্নয়ন,নিরাপত্তায় সর্বত্র আমরা।


এই স্লোগানকে সামনে রেখে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণের পুরুষ ও মহিলা প্রথম ধাপের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


মাটিরাঙ্গা উপজেলার, গোমতি ইউনিয়নের ৬৪ জন প্রশিক্ষণার্থীদের নিয়ে শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে ১০ দিনের প্রশিক্ষণ শেষে  আজ সকাল ১১ ঘটিকার সময় প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ এবং নগদ ১০০০ টাকা করে প্রশিক্ষণ  ভাতা প্রধান করা হয়।

  

এই সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাজিবুল আলম,

এবং আনসার ভিডিপির মাটিরাঙ্গা উপজেলা প্রশিক্ষক রুবেল-দে,  রহিমা আক্তার সহ প্রশিক্ষণার্থী খাদিজা আক্তার।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্যকালে প্রশিক্ষণার্থী খাদিজা আক্তার বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব জীবনকে কাজে লাগিয়ে নিজেরা যেমন আত্মনির্ভরশীল ও নিজ অধিকারের বিষয়ে দায়িত্বশীল হবো।পাশাপাশি অন্যকে আত্মনির্ভরশীল হতে এবং নিজ অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হতে উৎসাহ প্রদান করবো।


অনুষ্ঠানের সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাজিবুল আলম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ,সন্ত্রাস নির্মূল, যৌতুক বিরোধী কর্মকান্ড কান্ড এবং আত্ম স্বাবলম্বী হওয়ার জন্য গবাদি পশু পালন ও কৃষি কাজে মনোনিবেশ সহ প্রত্যন্ত অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সবাই যেন সক্রিয় ভূমিকা পালন করে এই প্রত্যয়  ব্যক্ত করেন।

জাতীয় এর আরও খবর: