গাজীপুরের শ্রীপুর এলাকায় বনের কাঠ অবৈধভাবে সংগ্রহ করে কয়লা তৈরী করার কারনে কারখানায় অভিযান।

মোঃ শফিকুল ইসলাম গাজীপুর জেলা রিপোর্টারঃ
উপজেলা প্রশাসন, গাজীপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরীন এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় এর সার্বিক সহযোগিতায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা বিভিন্ন এলাকায় পরিবেশ দূষণ বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় । উক্ত ভ্রাম্যমান আদালতে তেলীহাটি ও কাওরাইদ এলাকায় ইটের চুল্লি তৈরি করে বনের জ্বালানি কাঠ অবৈধভাবে ব্যবহার করে কয়লা তৈরীর ১৭ টি চুল্লি দ্বারা নির্গত ধোঁয়া দিয়ে আশেপাশের এলাকা দূষিত করায় চুল্লি গুলো ভেঙে কয়লা তৈরীর কারখানা গুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। অভিযানের সংবাদ পেয়ে মালিক-শ্রমিক সকলেই পালিয়ে যাই, কাউকে পাওয়া যায়নি।উক্ত অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন, বন বিভাগের কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলেন শ্রীপুর উপজেলা পুলিশ এর সদস্যবৃন্দ।