ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় গৃহবধুকে হাত-পা বেঁধে জোর করে বিষ পান করিয়ে হত্যার চেষ্টা।

গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলার পাশ্ববর্তী জেলা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ গ্রামে যৌতুক দিতে না পারায় গৃহবধূর উপর দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছে স্বামী রুবেল।
নির্যাতিতা বেগম খাদিজা পিপলস নিউজ ২৪ কে জানায়, তার স্বামী রুবেল দীর্ঘদিন ধরে তার বাবার বাড়ি থেকে যৌতুকের টাকা আনার জন্য তাকে বিভিন্ন ধরনের নির্যাতন করে। যৌতুকের টাকা দিতে অস্বীকার করলে তার উপরে সবসময় শারিরীক নির্যাতন চালায়।
তিনি আরও জানায়, আজ (১৫ অক্টোবর) বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় তার বাড়িতে দু'জন পুরুষ নিয়ে রুবেল প্রবেশ করে বেগম খাদিজার (২৫) উপর নির্যাতন চালায় পরবর্তীতে রুবেল এবং তার মা এসে হাত পা চেপে ধরে তাকে বিষ পান করায়। এসময়ে এলাকাবাসী তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তাকে কাশিয়ানী সদর হাসপাতালে ৪.৪৫ মিনিটে ভর্তি করা হয়। খাদিজা ও রুবেলের পরিবারের একটি ৪ মাসের একটি বাচ্চা মেয়ে রয়েছে।
খাদিজার পিতা আবু শেখ জানায়, রুবেল তার পুর্বের শালিশ এবং যৌতুকের টাকার জের ধরে তার মেয়েকে এসকল নির্যাতন করে। তিনি তার মেয়ের উপযুক্ত বিচার চায়।