বেনাপোল থানা পুলিশের অভিযান ২৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার।

 প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ০২:৫২ পূর্বাহ্ন   |   জাতীয়


মনা বেনাপোল (যশোর)প্রতিনিধিঃ বেনাপোল সীমান্তের মষিয়া ডাঙ্গা গ্রামে থেকে ২৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর)  সকাল১০ টার সময় মষিয়া ডাঙ্গা গ্রামে থেকে মাদকের এ চালান উদ্ধার করা হয়।


বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ীরা ভারত থেকে মাদকের একটি চালান নিয়ে মষিয়া ডাঙ্গা গ্রাম অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মষিয়া ডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে  ২৪৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা কৌশলে পালিয়ে যায়।

জাতীয় এর আরও খবর: