সিরাজগঞ্জের তাড়াশে চলছে নির্বিচারে পাখি নিধন।

 প্রকাশ: ১৬ অক্টোবর ২০২০, ১২:০৫ অপরাহ্ন   |   জাতীয়


সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 সিরাজগঞ্জের তাড়াশে চলছে নির্বিচারে বিভিন্ন প্রজাতির পাখি নিধন। পেশাদার ও সৌখিন শিকারীরা প্রতিদিন বিপুল সংখ্যক পাখি শিকার করে বিভিন্ন হাট-বাজারে প্রকাশ্য বিক্রি করলেও প্রশাসন নিরব ভুমিকা পালন করছেন।এদিকে স্থানীয়রা জানান, শীতের আগমনী বার্তায় বিলের তলায় ও ফসলি জমিতে খাদ্যও সন্ধানে বিভিন্ন প্রজাতির পাখি আসছে। আর এ সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেনীর অসাধু লোকজন বিভিন্ন কৌশলে প্রতিদিন গড়ে ১শ থেকে ২শ বিভিন্ন প্রজাতির পাখি শিকার করছে।


জানা গেছে, জেলার চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলার বিল থেকে পানি নেমে যাচ্ছে। বছরের আশ্বিণ, কার্তিক ও অগ্রায়ন মাসে চলনবিলে ডাহুক, কোরা, ঘুঘু, বক রাতচরা, পানকৈড়, তৃসুল, বালিহাঁস সহ

বিভিন্ন প্রকারের পাখি বেশী দেখা যায়।আর এ সময় বিলে প্রচুর খাদ্য পাওয়ায় বিপুল সংখ্যক পাখি বিলে খাদ্য সংগ্রহে নেমে পড়ে।এ সুযোগে উপজেলার ভিভিন্ন স্থানে শিকারীরা জাল পেতে,বিষটোপ,বড়শিতে মাছ গেঁথে ও ফাঁদ পেতে নির্বিচারে ওই সকল পাখি শিকার করছে।


বিশেষ করে বর্তমানে উপজেলার তালম ও দেশীগ্রাম ইউনিয়নে এ শিকারীরা বেশী পাখি শিকার করছে।এ ছাড়াও যে সব স্থানে পাখি খাদ্য অন্নষণে নেমে পরে সেখানে সাত সকালে কিম্বা রাতে পেশাদার শিকারীরা পাখি শিকারের উপকরন নিয়ে বিলে নেমে পরে।তারা তাদের কৌশলে পাখি ধরে খাঁচায় ভরছে। আবার অনেক সৌখিন শিকারী এয়ার গান দিয়ে প্রকাশ্যেই দিন-দুপুরে পাখি ধরে ভুড়ি ভোজে মেতে উঠছেন।


তালম ইউনিয়ন ছাত্রলীগের নেতা সাব্বির আহম্মেদ বলেন,আমাদের তালম ইউনিয়নের বিভিন্ন ফসলি মাঠে ফাঁদপেতে পাখি শিকার করছে।আবার এসব পাখি গুল্টা বাজারে ফেরী করে প্রকাশ্যেই বেচা কেনা করছে।

প্রতিদিন ১শ থেকে দেড়শ বকসহ বিভিন্ন পাখি শিকার হচ্ছে। শিকার করা প্রতিজোড়া পাখি প্রকারভেদে ৮০-২শ টাকায় বিক্রিও হচ্ছে। পাখি শিকার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।


এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আসিক বলেন, যে কোন প্রকার পাখি শিকার করা আইনত দন্ডনীয় অপরাধ।আমি মাত্র যোগদান করেছি।পাখি শিকার হচ্ছে বিষয়টি জানা ছিল না । তবে

আমার এলাকায় পাখি শিকারীদের পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে

জাতীয় এর আরও খবর: