শরীয়তপুর জাজিরায় সমাপ্তি হলো তিন দিন ব্যাপী কৃষি মেলার।

মোঃ ফারুক হোসেন : শরীয়তপুর জাজিরা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এবং উপজেলা কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০ এর সমাপ্তি হলো। সমাপনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ রিফাতুল হোসাইন। এছাড়া ও উপস্তিত ছিলেন ডিএই শরীয়তপুরের উপরিচালক কৃষিবিদ মোঃ আমীর হামজা, জেলা প্রশিক্ষন অফিসার কৃষিবিদ একেএম মহিউদ্দিন, কৃষি প্রকৌশলী মোক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, নাসির উদ্দিন হাওলাদার এবং কৃষক প্রতিনিধি সীমা আক্তার উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষাণী সহ অন্যান্যরা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার আঞ্চলিক বৈচিত্র্যময় কৃষির উন্নয়ন অঞ্চল ভিত্তিক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদন করে কৃষির বহুমাত্রিক রুপ দিতে কাজ করে যাচ্ছে, যাতে করে বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ও যাতে এদেশে খাদ্য নিরাপত্তার কোন সমস্যা না হয়।
এ অনুষ্ঠানে মেলায় শ্রেষ্ঠ স্টল প্রস্তুত কারী উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও সেরা কৃষি পন্য ক্যাটেগরিতে মোশাররফ মোল্লা এবং রাশিদা বেগম কে পুরস্কারের মাধ্যমে মেলা সমাপ্তি করা হয়।